Skip to main content

করোনাভাইরাস আপনার শরীরকে কীভাবে ক্ষতিগ্রস্থ করে..?

গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানা গেলেও এরই মধ্যে এই ভাইরাস এবং এর ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর মহামারি সামাল দিতে হচ্ছে বিশ্বকে।
অধিকাংশ মানুষের জন্যই এই রোগটি খুব ভয়াবহ নয়, কিন্তু অনেকেই মারা যায় এই রোগে।
ভাইরাসটি কীভাবে দেহে আক্রমণ করে, কেন করে, কেনই বা কিছু মানুষ এই রোগে মারা যায়?

প্রাথমিক লালনকাল

এই সময়ে ভাইরাসটি নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করে।
আপনার শরীর গঠন করা কোষগুলোর ভেতরে প্রবেশ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার মাধ্যমে কাজ করে ভাইরাস।
করোনাভাইরাস, যার আনুষ্ঠানিক নাম সার্স-সিওভি-২, আপনার নিশ্বাসের সাথে আপনার দেহে প্রবেশ করতে পারে (আশেপাশে কেউ হাঁচি বা কাশি দিলে) বা ভাইরাস সংক্রমিত কোনো জায়গায় হাত দেয়ার পর আপনার মুখে হাত দিলে।
শুরুতে এটি আপনার গলা, শ্বাসনালীগুলো এবং ফুসফুসের কোষে আঘাত করে এবং সেসব জায়গায় করোনার কারখানা তৈরি করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় নতুন ভাইরাস ছড়িয়ে দেয় এবং আরো কোষকে আক্রান্ত করে।
এই শুরুর সময়টাতে আপনি অসুস্থ হবেন না এবং কিছু মানুষের মধ্যে হয়তো উপসর্গও দেখা দেবে না।
ইনকিউবেশনের সময়ের - প্রথম সংক্রমণ এবং উপসর্গ দেখা দেয়ার মধ্যবর্তী সময় - স্থায়িত্ব একেকজনের জন্য একেকরকম হয়, কিন্তু গড়ে তা পাঁচদিন।

Comments

Popular posts from this blog

করোনা ভাইরাস মত মহামারী রোগ থেকে বাঁচার জন্য ৪টি আমল

বর্তমান বিশ্বের সর্বচ্চো আলেমদের অন্যতম, শাইখুল ইসলাম আল্লামা তাক্বী উসমানী দা.বা. করোনা ভাইরাসের মত মহামারী রোগ থেকে বাঁচার জন্য ৪টি আমলের কথা বলে দিয়েছেন। ৪টি আমল হল। ১, নিম্নের দু'টি দোআ বেশি বেশি পাঠ করুন।  ١. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. ٢. اللهم ارفع عنا البلاء والوباء.  ২, ঘর থেকে বের হওয়া ও পানাহারের সময় নিম্নের দোআটি বেশি করে পাঠ করুন।  بسم الله الذي لا يضر مع سمه شيئ في الارض ولا في السماء وهو السميع العليم. ৩, বাচ্চাদের গলার মধ্যে এ দোআটি কাগজে লিখে তাবীজ হিসেবে ঝুলিয়ে দিন।  اعوذ بكلمات الله التامات من شر ما خلق فالله خير حافظا وهو ارحم الراحمين. ৪, প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করে নিজেকে ও পরিবারের সকলকে ফুঁক দিন। সুস্থতার মালিক তো আল্লাহ তাআ'লা, দো'আ-দুরূদ ওসীলাহ মাত্র। আমাদের কাজ হল সাধ্যানুযায়ী দো'আ ও চেষ্টা করে যাওয়া। আল্লাহ তাআ'লা সবাইকে সকল প্রকার রোগব্যাধি ও মহামারী রোগ থেকে হেফাজত করুন। আমীন।